thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

৩০ জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা

২০১৯ জানুয়ারি ২৪ ১৭:২০:২৩
৩০ জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারি বুধবার ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে।

সেদিন বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জী. এম. আবুল কালাম আজাদ বলেন, মুদ্রানীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন গর্ভনর ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, ডেপুটি গর্ভনর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ছাড়াও মুদ্রানীতি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন,২০১৯) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্বলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর