thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

বান্দরবানে মিয়ানমারের এক সেনা সদস্য আটক

২০১৯ জানুয়ারি ২৫ ১০:১৫:৩৩
বান্দরবানে মিয়ানমারের এক সেনা সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্ত থেকে অং বো থিন নামে মিয়ানমারের এক সেনা সদস্যকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাল্লুকখাইয়ের ৪৯নং সীমান্ত পিলার এলাকা থেকে ওই সেনা সদস্যকে আটক করা হয়।

বিজিবি’র রামু সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে মিয়ানমার সেনাবাহিনীর একজন সদস্যকে আটক করা হয়েছে। মিয়ানমারের ওই সেনার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলেন, বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পোশাক পরিহিত একজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবির জিজ্ঞাসাবাদে আটক হওয়া মিয়ানমারের ওই সেনা জানান, তার নাম অং বো থিন। তিনি মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি ২৮৭ ব্যাটালিয়নের সদস্য।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর