thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

এরশাদ আগের চেয়ে সুস্থ

২০১৯ জানুয়ারি ২৫ ১৭:০০:৩০
এরশাদ আগের চেয়ে সুস্থ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনেকটাই সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে ফোনে স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, তিনি (এরশাদ) এখন অনেকটা সুস্থ আছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল চারটায় খন্দকার দেলোয়ার জালালী এতথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার সকালে স্যার স্বাভাবিক খাবার খেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। তার শারীরিক দুর্বলতা অনেকটাই কেটে গেছে।পায়ের ব্যথাও কমেছে।’

জালালী বলেন, এরশাদের চিকিৎসকরা বলেছেন, শারীরিক উন্নতি এভাবে অব্যাহত থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি হাঁটাচলা করতে পারবেন।’ সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদ সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর