thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

ভারতরত্নে সম্মানিত প্রণব-ভুপেন-নানাজি

২০১৯ জানুয়ারি ২৬ ১১:৪১:৫৯
ভারতরত্নে সম্মানিত প্রণব-ভুপেন-নানাজি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজসেবী নানাজি দেশমুখ।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এ ঘোষণা দেয়া হয়।

প্রণব মুখার্জি হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ২০১২ সালের ২৫ জুলাই।

২০১৭ সালের ২৫ জুলাই অবসরে যান। এর আগে ২০০৮ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন।

এ ছাড়া মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজসেবী নানাজি দেশমুখ।

আসামের ভুপেন হাজারিকা একাধানে গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা। গণমানুষের গানের জন্য বাঙালিদের কাছেও ব্যাপক জনপ্রিয় তিনি।

২০১১ সালে মৃত্যুর আগে নিজের মতাদর্শিক ধারার বিপরীতে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে অনেকের সমালোচনায় পুড়েছিলেন ভুপেন হাজারিকা।

ভুপেনকে ভারতরত্ন খেতাব দেয়ার পেছনেও রাজনৈতিক গন্ধ রয়েছে বলে মনে করা হচ্ছে। নাগরিকত্ব বিল নিয়ে আসামে যে ক্ষোভ চলছে, এটা তা প্রশমনে মোদীর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সাবেক পার্লামেন্ট সদস্য নানাজিকে ভারতরত্ন দেয়াকেও সঙ্ঘ পরিবারকে খুশি করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যেও লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন না দেওয়ায় বিজেপির অনেকে ক্ষুব্ধ বলেও খবর এসেছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর