thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

চীন থেকে কানাডীয় রাষ্ট্রদূত বহিষ্কার

২০১৯ জানুয়ারি ২৭ ১৮:৩৮:৩৪
চীন থেকে কানাডীয় রাষ্ট্রদূত বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের একজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন।

চীনের টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর প্রত্যর্পণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রাষ্ট্রদূত জন ম্যাককালামকে পদত্যাগ করতে বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো। এর কারণ ব্যাখা করেননি তিনি।

আমেরিকার অনুরোধে ওয়ানঝুকে গ্রেফতারের পর চীনের সঙ্গে কানাডার সর্ম্পকে ফাটল ধরে। দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এ টানাপোড়েন এখনও দূর হয়নি।

হুয়াওয়ের কর্মকর্তা ওয়ানঝু নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়েছে বলে অভিযোগ আমেরিকার। তবে এ অভিযোগ তিনি ও তার পক্ষ থেকে প্রতিষ্ঠান অস্বীকার করা হয়েছে।

বিবৃতিতে ট্রুডো বলেন, গত রাতে আমি ম্যাককালামকে পদত্যাগ ত্যাগ করতে বলেছি। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।

সেবা দেওয়ার জন্য রাষ্ট্রদূত এবং তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর