thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

পেরুতে ভবনের ছাদ ধস, নিহত ১৫

২০১৯ জানুয়ারি ২৮ ০৯:৩০:২৫
পেরুতে ভবনের ছাদ ধস, নিহত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক : পেরুতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ জানুয়ারি রবিবার হোটেলটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এক পর্যায়ে হঠাৎ করেই ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত হোটেলটি পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরে অবস্থিত।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচগানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এ সময় আলহামব্রা নামের হোটেলটিতে প্রায় শখানেক অতিথি উপস্থিত ছিলেন।

ধসে পড়া একটি দেয়ালের পাশেই ছিলেন প্রায় ৫০ জন অতিথি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধসের সময় এলাকাটিতে তুমুল বৃষ্টি হচ্ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর