thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

২০১৯ জানুয়ারি ২৮ ০৯:৪২:১৮
টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পাওনা টাকা নিয়ে তর্কের জের ধরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

জানা যায়, রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের নুর মোহাম্মদ ওরফে মঙ্গা বুইজ্জার ছেলে মো. জয়নাল (২২) একই ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে হাসানের কাছে একশ টাকা পাওনা ছিল।

এই পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। দুজনই উত্তেজিত হয়ে উঠলে অন্য রোহিঙ্গারা তাদের শান্ত করার চেষ্টা চালান।

একপর্যায়ে হাসান উত্তেজিত হয়ে জয়নালকে ছুরিকাঘাত করেন। এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রব বলেন, ছুরিকাঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর