thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

টেকনাফে ‘গোলাগুলিতে’ নিহত ২

২০১৯ জানুয়ারি ২৮ ১২:০৮:২৯
টেকনাফে ‘গোলাগুলিতে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের হোয়াইক্যংয়ে দু’গ্রুপের ‘গোলাগুলিতে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বট্টলী এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২০), ঝিমংখালী এলাকার সফর মিয়ার ছেলে মো. রফিক (৫৫)। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এবিএমএস দোহা জানান, ভোর রাতে হোয়াইক্যং নয়াপাড়া বট্টলী এলাকায় মাদককারবারী দু গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলে মাদককারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির নিথর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

দোহা জানান, তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে কারা জাড়িত বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় মেম্বার শাহ আলম জানান, তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, বট্টলীপাড়া এলাকার প্রধান সড়কে মাঝে মধ্যে ডাকাতির ঘটনা ঘটে।

তবে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ ক্ষুদে বার্তায় ৪ হাজার ইয়াবা ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর