thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

২০১৯ জানুয়ারি ২৯ ১১:০০:২৩
চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কোতয়ালিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাহাবুদ্দিন নামে গণধর্ষণ মামলার এর আসামি নিহত হয়েছেন। এসময় শ্যামল দে নামে আরেক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সাহাবুদ্দিন এক তরুণীকে গণধর্ষণ মামলার আসামি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সোমবার প্রাইভেটকারে এক তরুণীকে গণধষর্ণ করা হয়েছে মর্মে থানায় অভিযোগ আসে সাহাবুদ্দিন ও শ্যামল দেসহ কয়েকজনের বিরুদ্ধে।

এর ভিত্তিতে মঙ্গলাবার ভোরে নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় অভিযানে নামে পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহাবুদ্দিন ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও পাল্টা গুলি করে। এসময় ঘটনাস্থল থেকে সাহাবুদ্দিনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়; গ্রেফাতার হন শ্যামল দে নামে আরেক আসামি। এসময় অন্যরা পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

নিহত সাহাবুদ্দিন গণধর্ষণ মামলার আসামি। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি মহসীন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর