thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঢাকা উত্তরে জাপার মেয়র প্রার্থী শিল্পী শাফিন

২০১৯ জানুয়ারি ৩০ ২০:০৭:০৭
ঢাকা উত্তরে জাপার মেয়র প্রার্থী শিল্পী শাফিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে সংগীতশিল্পী শাফিন আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। বুধবার বিকালে বনানীতে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান।

দুই দিন আগে এই কার্যালয় থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের লিড ভোকাল শাফিন। নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়েই লড়বেন বলে জানান তিনি।

জাতীয় পার্টির উপ-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে।

এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ'র সাবেক সভাপতি ব্যবসায়ী আতিকুল ইসলাম। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদ ছাড়াও যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর নির্বাচনেও কাউন্সিলর পদ প্রার্থীদের মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। তারা হলেন- ২১ নম্বর ওয়ার্ডে এস এম আমিনুল হক (সেলিম), ৩৭ নম্বর ওয়ার্ডে শামসুল হক রনি (বেপারী), ৩৮ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন হান্নান, ৩৯ নম্বর ওয়ার্ডে আমির আলী, ৪০ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন দিলু, ৪১ নম্বর ওয়ার্ডে এ মো. জহিরুল ইসলাম মিন্টু, ৪৩ নম্বর ওয়ার্ডে মো. মহিবুর রহমান, ৪৪ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম জুয়েল, ৪৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী বাবু, ৪৮ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৪৯ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল হোসেন, ৫০ নম্বর ওয়ার্ডে মো. ফজলুল হক শিশির, ৫২ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম হোসেন এবং ৫৪ নম্বর ওয়ার্ডে মো. আলাউদ্দিন আলাল।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।


(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ৩০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর