thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

৫ বছরে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে : অর্থমন্ত্রী

২০১৯ মার্চ ০৭ ১২:০৮:৪৮
৫ বছরে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে : অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, শেষ তিন বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.১১, ৭.২৮ এবং ৭.৮৬ শতাংশ। আমরা আশা করছি, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.১১ থেকে ৮.২৫ শতাংশ হবে।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আশা ২০৩০ সালের মধ্যে ৩১তম এবং ২০৪১ সালে ২০তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

শেষ বছরে ২৮৭ হাজার বাংলাদেশি হজ ও ওমরাহ পালন করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর হজ ও ওমরাহ পালনের সংখ্যা বাড়ছে।

সৌদি আরবে ২.৮ মিলিয়ন বাংলাদেশি আছে উল্লেখ করে তিনি বলেন, শেষ বছরে আমরা সৌদি থেকে ২.৬ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স পেয়েছি, যা দেশের মোট রেমিটেন্সের প্রায় ১৮ শতাংশ।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর