thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সেই বিলুপ্তপ্রায় জোড়া নীলগাইয়ের একটির মৃত্যু

২০১৯ মার্চ ১৭ ০৭:৫৬:৪৯
সেই বিলুপ্তপ্রায় জোড়া নীলগাইয়ের একটির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিলুপ্তপ্রায় জোড়া নীলগাইয়ের একটির মৃত্যু হয়েছে। নীলগাই দুটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়েছিল।

শনিবার (১৬ মার্চ) বিকেলে এদের মধ্যে নারী নীলগাইটির মৃত্যু ঘটে। রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক একেএম আব্দুস সালাম তুহিন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে নীলগাই দু’টি ছুটোছুটি করছিল। হঠাৎ একপর্যায়ে নারী নীলগাইটি চিড়িয়াখানার নেটের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর নীলগাইটিকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত এটিকে বাঁচানো সম্ভব হয়নি।

গত বছরের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে যাদুয়ার এলাকায় পাওয়া গিয়েছিল এই নারী নীলগাইটি।

এটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে বনবিভাগের তত্বাবধানে নিয়ে যাওয়া হয়।

এরপর চলতি বছরের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজার এলাকায় থেকে আরেকটি পুরুষ নীলগাই উদ্ধার হয়।

এরপর প্রজননের উদ্দেশে রাজশাহী থেকে শুক্রবার পুরুষটি নীল গাইটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের রাখা নারী নীলগাই কাছে নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর