thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বিএনপির ৫ নেতা কারাগারে, শুনানি বৃহস্পতিবার

২০১৩ নভেম্বর ০৯ ১৫:২৮:০৫
বিএনপির ৫ নেতা কারাগারে, শুনানি বৃহস্পতিবার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির গ্রেফতার হওয়া পাঁচ নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন। একইসঙ্গে তাদের রিমান্ডের শুনানির দিন আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।

এর আগে বিএনপির এই পাঁচ নেতাকে পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।

এদিন বিকেলে পাঁচ নেতাকে রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, মতিঝিল থানায় ৫ নভেম্বর দায়ের করা ১৬ নম্বর মামলা এবং ২৪ সেপ্টেম্বর দায়ের করা ৪৪ নম্বর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ওই মামলাগুলো দায়ের করা হয়।

উল্লেখ্য শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে গভীর রাতে গুলশানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার পর তার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এসবি/এমএআর/ নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর