thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

২০১৯ মার্চ ২০ ১২:০৯:৫৯
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সুমি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শাহানা নামে আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলার শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমি আক্তার ওই উনিয়নের রামভদ্র জানের পাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তারা দুজনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহফুজুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ওই দুই ছাত্রী বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক সুমি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত শাহানাকে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর