thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ওমরাহ করতে গেছেন অভিনেত্রী স্পর্শিয়া

২০১৯ মার্চ ২৩ ১২:২১:৪৯
ওমরাহ করতে গেছেন অভিনেত্রী স্পর্শিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : নানা গুঞ্জনের মুখে নিজের অবস্থান পরিস্কার করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার মাকে নিয়ে সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে গেছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন স্পর্শিয়া।

স্ট্যাটাসে স্পর্শিয়া লেখেন, ‘মা’র স্বপ্ন, ইচ্ছা পূরণ করতে মা’র সাথে ওমরাহ এ মক্কায় আছি এক সপ্তাহ হলো। যারা জানে না তারা বলছে আমি দুবাইতে কোনো অসৎ কাজে আছি। যারা জানে তারা আমার ওমরাহ করা নিয়ে মজা নিচ্ছে। কয়েকজন বলছে এটা সিনেমার প্রচারণা ফাঁকি দেয়ার অজুহাত।

ফিরে আসার পর খোলামেলা পোশাক পরলে বা ছবি দিলে (যা দিব) অনেক স্বল্প জ্ঞানী মানুষ দোজখের আগুনে পুড়াবে। সামনে পূজায় কলাবাগান- ধানমণ্ডি পূজা আয়োজনে প্রতি বছরের মত সামিল থাকলে আবারও সবার কৌতুহল আর গবেষণা শুরু হবে স্পর্শীয়া হিন্দু না মুসলিম? এবার তো সবাই জানলো মা মুসলিম। তাহলে কি বাপ হিন্দু? ...আরো কত কি!

আমি ব্যাস খুশি যে নিজের পায়ে, মা’র হাত ধরে ওমরাহ সম্পূর্ণ করতে পেরেছি। (সেটার জন্য মাকে ধন্যবাদ কারণ আমাকে সে নিয়ে এসেছে)।

সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন আপনাদের মন এবং মানসিকতায় পরিচ্ছন্নতা আসে। আমিন।’

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর