thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জুলাই 25, ৫ শ্রাবণ ১৪৩২,  ২৫ মহররম 1447

কত শতাংশ ভোট পড়েছে তা ব্যাপার না : ইসি সচিব

২০১৯ মার্চ ২৪ ১৯:৪৮:০৮
কত শতাংশ ভোট পড়েছে তা ব্যাপার না : ইসি সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা কোন ব্যাপার না। তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিষয়টি হলো শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ।

রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হেলালুদ্দিন আহমদ বলেন, উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৪১ শতাংশ পড়েছে। তৃতীয় ধাপে আমার আশা করছি ৪৫ শতাংশ হবে ভোট পড়বে।

সচিব সাংবাদিকেদের বলেন, একটি রাজনৈতিক দল ভোটে আসেনি। অপরদিকে ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য তাদের প্রচার আছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে কি না সেটা দেখা। পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর