thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘সরকার আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে’

২০১৩ নভেম্বর ০৯ ১৫:৫২:৫৮
‘সরকার আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, শুক্রবার রাতে বিএনপি নেতাদের আটকের মধ্য দিয়ে সরকার সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শনিবার সকালে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘শুক্রবার রাতে বিএনপির ৫ শীর্ষ নেতাকে প্রশাসন গ্রেফতার করে। মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩০ জন নেতার বাসায় কোনো কারণ ছাড়াই তল্লাশি চালানো হয়।’

তিনি সরকারের উদ্দেশে জানতে চেয়ে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেন গ্রেফতার করা হলো? কোন অভিযোগে তাদের গ্রেফতার করা হলো?’

আহমেদ আজম খান বলেন, ‘দেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। ১৮-দলীয় জোট জনগণের এই প্রত্যাশা মাথায় রেখেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। গত দুই হরতালে সরকার আমাদের ২৫ জন কর্মী হত্যা করেছে। প্রশাসন দিয়ে তালাবদ্ধ করে রেখেছিল আমাদের পল্টনের কার্যালয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী সংলাপের কথা বলছেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো বলেছেন সংলাপে আমরা রাজি, কিন্তু তা হতে হবে শর্তহীন।’

বর্তমান সরকার দেশের মানুষ ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আর যেন অত্যাচার করতে না পারে সেজন্য জনগণকে রাস্তায় নামার আহবান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

অ্যাডভোকেট আবেদ রেজার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক মো. কাবিরুল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী ভূইয়া, প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এসআর/এইচএস/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর