thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

টেকনাফে পাহাড় থেকে রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৯ মার্চ ২৬ ১০:৫১:৫৪
টেকনাফে পাহাড় থেকে রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে মোহাম্মদ সাদেক (৩৫) নামে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদেক রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত হিসেবে পরিচিত ছিল বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে নয়াপাড়া শরনার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা দুই গ্রুপের গোলাগুলির এ ঘটনা ঘটে।নিহত ডাকাত মোহাম্মদ সাদেক নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের এমআরসি নং-৮৮৭৮, শেড নং-৬৩৭ এর বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে।

টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুস সালাম বলেন, মঙ্গবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে সংলগ্ন পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার লাশের হাতে ও বুকে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর