thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ আইনমন্ত্রীর

২০১৯ মার্চ ২৭ ১২:৫৯:২৫
তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ আইনমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাষ্ট সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। ফেরত পেলে দ্রুত রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান কারাগারে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জানান, তারেক রহমান এর বিষয়ে ব্রিটিশ আইন বিবেচনা করে সরকারের সাথে আলোচনা করা হবে। মামলার গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর