thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

২০১৯ মার্চ ২৮ ১৩:৪০:০০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) ব্যাংকের চট্টগ্রাম জোনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন।

এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম-এর সভাপতিত্বে এতে জোনের নির্ধারিত ১৫টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখাসমূহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর