thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

বনানীতে আহতদের রক্ত দিতে মাশরাফি ও মুস্তাফিজের আহ্বান

২০১৯ মার্চ ২৮ ২০:১০:০১
বনানীতে আহতদের রক্ত দিতে মাশরাফি ও মুস্তাফিজের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক : বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩জন নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। উদ্ধার কাজে সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টারও অংশগ্রহণ করে।


এদিকে এমন ভয়াবহ আগুনের কথা শুনে বিচলিত হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আহতদের রক্ত দিতে ভেরিফাইড টুইটার ও ফেসবুক পেজ থেকে আহ্বান জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কাটার মাস্টার মুস্তাফিজ।

মাশরাফি তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে লিখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

একই বিষয়ে পোস্ট করেছেন কাটার মাস্টার খ্যাত পেস বোলার মুস্তাফিজুর রহমান। তিনি লিখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর