thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

২০১৯ মার্চ ৩০ ১০:০২:২৩
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি ও ডাকাত নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।

এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক, ২ হাজার পিস ইয়াবা ও ১২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহত মুহাম্মদ হোসেন (২৮) টেকনাফ উপজেলার হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ৪টি মামলা রয়েছে।

টেকনাফ থানা ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় গেলে ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও প্রায় ৪০ রাউন্ড গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ যুবককে পাওয়া যায়। উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ সদস্য এএসআই ফরহাদ, কনস্টেবল ফাহিম ও মাসুদ আহত হয়েছেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর