thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৯ মার্চ ৩০ ১৭:৩৮:৪৫
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি: জেলার বেগমগঞ্জ উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শনিবার বেলা তিনটার দিকে উপজেলার এখলাসপুর ইউনিয়নের রশিদ কোম্পানীর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিব হোসেনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নোয়াখালী শহরের মাইজদী থেকে ছেড়ে যাওয়া চৌমুহনীগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আজিম জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। বাসটি আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর