thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

২০১৯ এপ্রিল ০২ ০৮:১৪:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় সাইদুল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল কুড়িঘর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
নিহতের চাচাতো ভাই মুর্শেদ মিয়া জানান, সন্ধ্যার দিকে উপজেলার জয়ী স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলমের সমর্থনে ঢাক ঢোল বাজিয়ে বিজয়ী আনন্দ মিছিল করছিল। এ সময় নৌকার সমর্থক জাহাঙ্গীর মিয়া, আমির হোসেন, মুসা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর