thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

গতির রাজ্যে ঝড় তোলার অপেক্ষায় সৌদি নারী

২০১৯ এপ্রিল ০৪ ২০:৫০:১৫
গতির রাজ্যে ঝড় তোলার অপেক্ষায় সৌদি নারী

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের হয়ে আরেক ইতিহাস গড়তে চলেছেন রিমা জুফালি। আগামী সপ্তাহে দেশটির প্রথম নারী ড্রাইভার হিসেবে এফ৪ রেসিং জগতে অভিষেক হতে চলেছে ২৭ বছর বয়সী রিমার।

গত বছরের জুনে কয়েক দশকের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পর গাড়ি চালানোর অনুমতি পান সৌদির নারীরা। কিন্তু দেশটিতে এখনো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ঘরের পুরুষদের অনুমতির প্রয়োজন হয়।

সব বাধা কাটিয়ে গত অক্টোবরে প্রতিযোগিতামূলক রেসিং জগতে পা পরে রিমার। ঘরোয়া একাধিক আসরে মাত্র পাঁচ মাসে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অপেক্ষায় আছেন সামনের সপ্তাহে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এক-সিট বিশিষ্ট রেসিং কারে আসর মাতানোর।

একে তো নারী ড্রাইভার, তাও আবার সৌদির মতো রক্ষণশীল দেশের প্রথম। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত বলে বিবিসিকে জানিয়েছেন রিমা, ‘এ অংশগ্রহণ আমার ও দেশের জন্য ভীষণ গর্বের। বছরটা খুব কঠিন হতে চলেছে। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’

এফ৪’র বর্তমান চ্যাম্পিয়ন ডাবল আর রেসিংয়ের হয়ে সার্কিটে নামবেন রিমা। পাশে পাচ্ছেন দুই অভিজ্ঞ ড্রাইভার লুইস ফস্টার ও সেবাস্টিয়ান আলভারেজকে।

(দ্যরিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর