thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মাঠে ফেরাটা সুখকর হলো না তাসকিনের

২০১৯ এপ্রিল ১০ ১৩:১৫:০৪
মাঠে ফেরাটা সুখকর হলো না তাসকিনের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সেই যে বিপিএলে পায়ে চোট পেয়েছিলেন, এরপর প্রায় দুই মাস মাঠের বাইরে তাসকিন আহমেদ। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের আগমুহূর্তে সুযোগ পেলেন। প্লেয়ার্স ড্রাফটে থাকায় ডানহাতি এই পেসারকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ (বুধবার) খেলতেও নেমেছিলেন।

কিন্তু দুই মাস পর মাঠে ফেরা তাসকিন প্রথম ম্যাচেই পেলেন তিক্ত অভিজ্ঞতা। শেরে বাংলায় তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ মাত্র ১৮০ রানেই আটকে দিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাবকে। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে এই রান তুলেছে উত্তরা। অথচ এমন এক ম্যাচেও উদারহস্তে রান বিলিয়েছেন তাসকিন।

ম্যাচে ৫ ওভার বল করার সুযোগ পান তাসকিন। ওই পাঁচ ওভারেই দিয়েছেন ৩৬ রান। ওভারপ্রতি ৭.২০ রান খরচা করেও একটি উইকেটের দেখা পাননি এই গতিতারকা।

উত্তরা স্পোর্টিংয়ের ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার আনিসুল ইসলাম ইমন ছাড়া কেউ হাফসেঞ্চুরিও পাননি। ৭৩ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ইমন করেছেন ৫৫ রান। মিনহাজুল আবেদিন ৩৭ আর অধিনায়ক শাখির হোসেনের ব্যাট থেকে আসে ৩৩ রান।

লিজেন্ডস অব রূপগঞ্জের নাবিল সামাদ ১০ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ঋষি ধাওয়ান ৪৫ রানে নেন ২টি উইকেট।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর