thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ফখরুল বললেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ

২০১৯ এপ্রিল ১৪ ২৩:১১:১৩
ফখরুল বললেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ

দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'অত্যন্ত অসুস্থ' বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'ম্যাডাম বেশ অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এখনও তিনি পা বাঁকা করতে পারছেন না। তার বাম হাত আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ বাম হাতটা কাজ করতে পারছে না।'

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের এসব বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, 'আগের চেয়ে খুব বেশি ইম্প্রুভ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। আমরা বারবার যেটা বলেছি, তার স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সেই ট্রিটমেন্ট এখনও শুরু হয়েছে বলে মনে হয়নি।'

তিনি বলেন, 'আজকেও বলছি খালেদা জিয়াকে তার পছন্দ মতো হাসপাতাল ও চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হোক। এটা জরুরি।'

খালেদা জিয়া সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'ম্যাডাম দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বলেছেন যেন দেশবাসী সচেতন হয়, গণতন্ত্রের জন্য কাজ করে।'

এর আগে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬তলার ৬২১ নম্বর কক্ষে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসার পর দলের নেতাদের সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাত।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর