thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

রিয়াল-হ্যাজার্ডের মাঝে কেবল দিনকয়েকের ব্যবধান

২০১৯ এপ্রিল ১৯ ১২:২৫:৫১
রিয়াল-হ্যাজার্ডের মাঝে কেবল দিনকয়েকের ব্যবধান

দ্য রিপোর্ট ডেস্ক : কয়েক বছর আগের কথা। চেলসিতে অখুশি এডেন হ্যাজার্ড ফ্রান্সের ক্লাব লিলেঁতে যাই যাই করছেন। সেসময় রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে হ্যাজার্ডের নামটি সুপারিশ করেছিলেন তৎকালীন সহকারী কোচ জিনেদিন জিদান। পেরেজও কথা দিয়েছিলেন জিদানকে, অভিজাতদের কাতারে উঠতে পারলে অবশ্যই বেলজিয়ান ফরোয়ার্ডকে মাদ্রিদে নিয়ে আসবেন।

পরের কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। সহকারী থেকে প্রধান কোচ হয়ে রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন জিদান। একবার চাকরি ছেড়ে আট মাসের ব্যবধানে দ্বিতীয় মেয়াদে ফিরেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন অতীতের কয়েক মৌসুমের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে হারিয়ে আগের তিন মৌসুমের জৌলুস খুইয়েছে রিয়াল!

পরিবর্তন এসেছে হ্যাজার্ডের খেলাতেও। শেষকয়েক মৌসুমে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে, বড় বড় ক্লাবগুলো এক পায়ে খাঁড়া এমন খেলোয়াড়কে দলে টানতে। প্রয়োজনে ঢালতে রাজী কাড়ি কাড়ি অর্থও। অর্থাৎ, অভিজাতদের তালিকায় এখন বেশ উপরেই অবস্থান বেলজিয়ান ফরোয়ার্ডের।

তাই কথা রাখতেই হচ্ছে পেরেজকে। সেটা প্রয়োজন ভেবেই। রোনালদোবিহীন রিয়ালকে যোগ্য একজনের হাতে তুলে দিতে চাওয়া থেকেই হ্যাজার্ডকে মাদ্রিদে নিয়ে আসছেন রিয়াল সভাপতি। মাদ্রিদভিত্তিক পত্রিকা মার্কা বলছে, আর দু-একদিনের মধ্যেই আলোর মুখ দেখবে দুপক্ষের চুক্তি। চুক্তির অর্থটা হবে ১০০ মিলিয়ন ইউরোর চেয়ে খানিকটা কম কিংবা একটু বেশিই!

তাহলে প্রশ্ন থাকছে হ্যাজার্ড চলে এলে চেলসির কী হবে? পুরো এক মৌসুম কোনপ্রকার দলবদল করতে পারবে না ইংলিশ ক্লাবটি!

সমাধানটা চেলসি নিজেই বের করেছে। উয়েফার কাছে আবেদন করা হয়েছে নিষেধাজ্ঞাটা পিছিয়ে দিতে। ইতিবাচক ফল পেলে হ্যাজার্ডের বিকল্পও ঠিক করা আছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে বেশ মনে ধরেছে লা ব্লুজদের কোচ মাউরিসিও সারির।

এখন প্রশ্ন, কেমন হবে রিয়ালে হ্যাজার্ডের বেতন? অন্তত চেলসির থেকে অনেক বেশিই হবে, সেটা নিশ্চিত করেছে মার্কা। যদিও সেটা সার্জিও রামোসের থেকে বেশি না। অধিনায়ককে খুশি রাখতে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানানো হচ্ছে তাকে। রামোস যতদিন রিয়ালে খেলবেন, পারিশ্রমিকে তাকে ক্লাবের বাকিরা টপকাতে পারবেন না বলেই নাকি প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি পেরেজ!
(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর