thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সবুজ সম্পাদক সাদিক

২০১৯ এপ্রিল ২০ ১৭:১৩:১০
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সবুজ সম্পাদক সাদিক

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন আইন বিভাগের ১৪-১৫ সেশনের নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের ১৫-১৬ সেশনের জি কে সাদিক।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বামপন্থী সংগঠনটির ১৫তম কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ২০১৭ সালের ১৬ মার্চ সবশেষ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কমিটির মেয়াদ একবছর হলেও প্রায় দুই বছর এবারের নতুন কমিটি গঠিত হলো।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৬-১৭ সেশনের ইমানুল ইসলাম সোহান।
এছাড়া ১৭ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, মেহেদী হাসান ও উর্মি খাতুন।
সহকারী সাধারণ সম্পাদক পদে রুমি ইসলাম, দপ্তর সম্পাদক পদে আজিজুল পিয়াস নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আনাস, সাংস্কৃতিক সম্পাদক প্রগতি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা উদয় দেবনাথ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোখলেসুর রহমান দায়িত্ব পেয়েছেন।
সদস্য হয়েছেন মারুফ ওহাব, জুই ইসলাম, সিয়াম রহমান, শফিকুর রহমান।
এছাড়া বিদায়ী সভাপতি রেজুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদাত তিমির নতুন কমিটিতে গঠনতন্ত্র অনুসারে সদস্য হয়েছেন।
কাউন্সিলের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ সদস্য আরিফুল ইসলাম মিটুল।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর