thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিজিএমইএ'র সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রুবানা হক

২০১৯ এপ্রিল ২০ ১৭:৩৫:৪৬
বিজিএমইএ'র সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রুবানা হক

দ্য রিপোর্ট প্রতিবেদক: রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবানা হক। শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র নতুন ভবনে বিকেলে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কমিটিতে নির্বাচিত অন্যরাও এসময় সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

ড. রুবানা হক মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি প্রয়াত আনিসুল হকের স্ত্রী।

বিজিএমইএ’র পরিচালক পদে গত ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবগুলোতেই বিজয়ী হয়।
এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর