thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নুসরাত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মনি ও জাবেদ

২০১৯ এপ্রিল ২১ ০৯:০৮:১০
নুসরাত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মনি ও জাবেদ

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ করে হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন কামরুন নাহার মনি ও জাবেদ হোসেন।

শনিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে রাত ১০টার দিকে পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগে বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিজ্ঞ আদালতে কামরুন নাহার মনি ও জাবেদ হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে স্বীকার করছে।

তিনি বলেন, জবানবন্দিতে তারা জানায়, নুসরাত জাহান রাফিকে ছাদে নিয়ে যাওয়ার পর শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিন মেঝেতে শুয়ে ফেললে মনি তার বুক চেপে ধরে ও জাবেদ হোসেন তার গায়ে কেরোসিন ঢেলে দেয়।

বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল বলেন, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজও (শনিবার) রানা ও মামুন নামের দুইজনকে আটক করা হয়েছে। আগামীকাল (রোববার) তাদেরকে আদালতে তোলা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর