thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন পিএসজি, এমবাপ্পের হ্যাটট্রিক

২০১৯ এপ্রিল ২২ ০৯:৪০:৪১
মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন পিএসজি, এমবাপ্পের হ্যাটট্রিক

দ্য রিপোর্ট ডেস্ক : রাতে মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগেই লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। কারণ ওই ম্যাচে নামার আগেই সুসংবাদটা পেয়ে গেছেন নেইমার-এমবাপ্পেরা।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল লিলে নিজেদের পয়েন্ট হারানোতে পিএসজিকে আগেভাগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যায়।

পরে মোনাকোর বিপক্ষে এমবাপ্পের হ্যাটট্রিকে লিগ ওয়ানে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে পিএসজি।

তিন ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল পিএসজি। গত ৭ এপ্রিল স্ত্রাসবুরের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছিল তারা। পরের দুই রাউন্ডে লিল ও নঁতের কাছে হেরে বসে টুখেলের শিষ্যরা। অবশেষে মিলল জয়ের দেখা।

চ্যাম্পিয়নের মুকুট পরে মাঠে নামা পিএসজি প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

পঞ্চদশ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে মুসা দিয়াবির পাস ডি-বক্সে পেয়ে দুরন্ত শটে বল জালে পাঠান এমবাপ্পে। আর ৩৮তম মিনিটে দানি আলভেসের সঙ্গে বল আদান-প্রদান করে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে দ্বিতীয় গোল পান বিশ্বকাপজয়ী ফরাসি এই ফরোয়ার্ড।

এদিকে জানুয়ারিতে পায়ে চোট পেয়ে ছিটকে যাওয়া নেইমার তিন মাস পর ঘরের মাঠের এ ম্যাচ দিয়ে খেলায় ফিরেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ারের বদলে মাঠে নামেন বর্তমান ফুটবল বিশ্বের জনপ্রিয় তারকা নেইমার। ৫৩তম মিনিটে এমবাপ্পের জোরালো শট পোস্টে লেগে গোল মিস হয়। এর ঠিক দুই মিনিট পরই আসে বিশেষ সুযোগ। আলভেসের কাটব্যাক পেয়ে কাছ থেকে টোকায় হ্যাটট্রিক করেন ২০ বছর বয়সী তরুণ এ তারকা। ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের মোট গোল হলো ৩০টি।

৮০তম মিনিটে অতিথিদের একমাত্র গোলটি করেন রুশ মিডফিল্ডার আলেকসান্দার গোলোভিন।

৩৩ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া পিএসজির পয়েন্ট ৮৪। ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিল।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর