thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৯ এপ্রিল ২৩ ০৯:০৩:১১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য ভবন এলাকায় সকাল পৌনে ৭টার দিকে স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আহত হন দুজন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মৎস্য ভবন সড়ক দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর