thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

আলাভেসকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

২০১৯ এপ্রিল ২৪ ০৯:৩৩:৫৫
আলাভেসকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক: আলাভেসের বিপক্ষে কাঙ্খিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কিন্তু শিরোপা উল্লাস করতে পারেনি। তাই আজ অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কাতালান ক্লাবটি।

আজ রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে অ্যাথলেটিকো হারলেই লা লিগার শিরোপা বার্সেলোনার ঘরে। অ্যাথলেটিকো না হারলেও যে খুব একটা সমস্যায় পড়তে হবে তা না। আর মাত্র ৩ পয়েন্ট হলেই শিরোপা ভালভার্দের শিষ্যদের।

গতরাতে আলাভেসের মাঠে আতিথেয়তা নিতে যায় বার্সেলোনা। মেসিকে ছাড়াই মূল একাদশ সাজান ভালভার্দে। বার্সেলোনার হয়ে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন লুইস সুয়ারেজ ও কার্লোস অ্যালেনা।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে বার্সেলোনা। ফল স্বরূপ ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কিন্তু সুয়ারেজে শট গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসে। ফাঁকায় বল পেয়ে কুতিনহো শট করলে আলাভেসের ডিফেন্ডারের পায়ে লাগলে আর গোলের দেখা পায়নি বার্সা।

গোলশূন্য থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে গোলের দেখা পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে সার্জিও রবার্তোর পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস অ্যালেনা।
এর ছয় মিনিট পর আবার গোলের দেখা পায় বার্সা। নিজেদের ডি বক্সে আলাভেস ডিফেন্ডার তমাস পিনার বল হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। আর এ গোলে দ্বিতীয় স্থানে থাকা বেনজামার পাশে বসলেন লুইস সুয়ারেজ। ২১ গোল নিয়ে দুজনই রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে থাকা মেসির গোল সংখ্যা ৩৩টি।

ম্যাচের ৬২তম মিনিটে ওসমানে ডেম্বেলেকে তুলে নিয়ে মেসিকে নামান বার্সা কোচ। মাঠে নেমেই গোলের দেখা পেতে পারতেন। কিন্তু ডি বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নেয়া তার শট পোস্টে লাগলে গোল বঞ্চিত হন মেসি। এরপর শত চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনও দল। তাই ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট সংগ্রহ করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর