thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

না ফেরার দেশে সালার বাবা

২০১৯ এপ্রিল ২৬ ১৭:৩৪:১৫
না ফেরার দেশে সালার বাবা

দ্য রিপোর্ট ডেস্ক : আর্জেন্টিনার ফুটবলার ইমিলিয়ানো সালা বিমান দূর্ঘটনায় নিহত হয়েছেন তিন মাস হলো। ফ্রান্সের লিগ ওয়ান থেকে ইংলিশ লিগের কার্ডিফ সিটিতে চুক্তিবদ্ধ হন তিনি। নতুন ক্লাবে যোগ দিতে ওঠেন বিমানে। ছোট সেই বিমান ইংলিশ চ্যানেলে নিঁখোজ হয়। পরে বিধ্বস্ত বিমানে খুঁজে পাওয়া যায় সালার গলিত লাশ।

ফুটবল বিশ্বকে কাঁদানো সেই ঘটনার তিন মাসের মধ্যেই সালার কাছে চলে গেলেন তার বাবা হোরাসিও সালা। স্থানীয় সময় শুক্রবার সকালে ৫৮ বছরে বয়সে তিনি হৃদরোগে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় রাজনীতিক জুলিও মিলার। খবর মেইল অনলাইন

তিনি বলেন, 'ভোর পাঁচটার দিকে তার স্ত্রী খুব হতাশা নিয়ে আমার কাছে আসেন। স্বামীর অসুস্থতার কথা বলে ডাক্তার ডাকার কথা বলেন। আমি গিয়েই দেখি তিনি আর নেই।' ২০১৯ সালটা তার এলাকার জন্য শোকের বলেও উল্লেখ করেন মিলার। স্থানীয় এই রাজনীতিক বলেন, সালার বাবা পুত্র হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি।'

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর