thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

২০১৯ এপ্রিল ২৮ ১১:১৩:৪৭
চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

চাঁদপুর প্রতিনিধি: জেলার শাহারস্তি উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার সকালে কাকৈড় তলায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, কাকৈড় তলায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি বাস ধাক্কা দিলে ওই অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে এই দুর্ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় পাশে যানজট দেখা দিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর