thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

তিন রোহিঙ্গাকে বিস্ফোরক মামলায় কারাদণ্ড

২০১৯ এপ্রিল ২৮ ১৬:২১:২১
তিন রোহিঙ্গাকে বিস্ফোরক মামলায় কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: তিন রোহিঙ্গা ‘জঙ্গি’কে ঢাকায় বিস্ফোরক আইনের একটি মামলায় দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তারা ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন।

দ্য রিপোর্ট প্রতিবেদক: তিন রোহিঙ্গা ‘জঙ্গি’কে ঢাকায় বিস্ফোরক আইনের একটি মামলায় দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তারা ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন।

দণ্ডিত তিন আসামি হলেন- মোহাম্মদ নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত এবং ওমর করিম। রোববার ঢাকার চার নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। প্রায় সাড়ে চার বছর আগে রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পাশের রাস্তা থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে এ মামলা হয়েছিল।

দশ বছরের সাজার রায়ের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা দিতে না পারলে আরও ছয় মাস জেলে কাটাতে হবে তাদের।

(দ্য রিপোর্ট/টিআইএম/এপ্রিল ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর