thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে

২০১৯ এপ্রিল ২৯ ০০:০৬:৩৮
বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। মারা গেছে ২৮টি শিশু। এছাড়া ধর্ষণ, যৌন নির্যাতন ও শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১টি শিশু। খবর ভোয়ার।

বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। মারা গেছে ২৮টি শিশু। এছাড়া ধর্ষণ, যৌন নির্যাতন ও শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১টি শিশু। এছাড়াও বিভিন্ন ধরণের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আরও ১০০৬ জন। বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংস্থাটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন বলেন, ২০১৮ সালে ধর্ষণের শিকার হওয়া বেশির ভাগ শিশুর বয়স ৭ থেকে ১২ বছর। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা যৌন নির্যাতনের শিকার হয় বেশি। বিশেষ করে পুরুষ শিক্ষকের হাতে এই ধরণের নির্যাতনের ঘটনা বেশি ঘটে। গত বছর এই সংখ্যা ছিল ১২৯ জন। এদের মধ্যে ১৭ জন ধর্ষণের শিকার হয়েছে। রাফিজা শাহীন বলেন, গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি ধর্ষণের ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে। প্রথম চার মাসেই এক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

গত বছরে শিশুদের বিষয়ে এক হাজার ৩৭টি ইতিবাচক সংবাদ প্রকাশ হয়েছে। অন্যদিকে নেতিবাচক ঘটনায় সংবাদ প্রকাশিত হয়েছে ২৯৭৩টি, যেখানে ক্ষতিগ্রস্থ শিশুর সংখ্যা ছিল ১৬ হাজার ৮১১ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪১৪ শিশু ও আহত হয়েছে আরও ১৩৩ শিশু। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩৭৬ শিশু।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর