thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আগুয়েরোর রেকর্ডের দিনে শীর্ষে ম্যানসিটি

২০১৯ এপ্রিল ২৯ ১১:২১:১৮
আগুয়েরোর রেকর্ডের দিনে শীর্ষে ম্যানসিটি

দ্য রিপোর্ট ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা পঞ্চম মৌসুম ২০ বা তার অধিক গোল করার রেকর্ড গড়লেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তার রেকর্ড গড়া গোলেই বার্নলিকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে ম্যানসিটি।

আগের দিন হাডার্সফিল্ডকে নিয়ে গোল উৎসবে মেতে উঠে লিভারপুল। ২ পয়েন্টে পিছিয়ে থেকে অল রেডসদের সরিয়ে শীর্ষস্থান পেতে জয় ছাড়া কোনও উপায় ছিল না স্কাই ব্লুজদের।

রোববার রাতে বার্নলির ঘরের মাঠে আতিথেয়তা নেয় ম্যানসিটি। প্রথমার্ধে শত চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি। গোলের জন্য হাহাকার করতে দেখা গেছে তারকা সমৃদ্দ দল সিটিকে। যদিও বল দখলে এ সময় এগিয়ে ছিল দলটি।

দ্বিতীয়ার্ধেই স্বরূপে ফেরত আসে ম্যানসিটি। যার ফলে ৬৩তম মিনিটে এগিয়ে যায় গার্দিওলার শীষ্যরা। দলটির হয়ে একমাত্র গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। ডি-বক্সের সামান্য বাইরে থেকে করা বের্নার্দো সিলভার ক্রসে ছোট ডি-বক্সের মুখে বল পান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। চলতি লিগে আর্জেন্টাইন তারকার এটি ২০তম গোল। যদিও গোললাইন প্রযুক্তির সহায়তা নিতে হয় রেফারিকে।

এ জয়ে ৩৬ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট ৯২, আর লিভারপুলের ৯১। অন্যম্যাচে নিজেদের দুর্গ ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করায় শীর্ষচারের আশায় বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ১১ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দিয়েছিলেন হুয়ান মাতা। কিন্তু ডি গিয়ার ভুলে, ৪৩ মিনিটে ব্লুজদের সমতায় ফেরান মার্কোস আলোনসো। এতে চতুর্থ স্থান মজবুত হয়েছে চেলসির।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর