thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘বিশ্বকাপ জেতাতে প্রস্তুত থাকবে গেইল-রাসেলরা’

২০১৯ এপ্রিল ২৯ ১১:৪৯:১৮
‘বিশ্বকাপ জেতাতে প্রস্তুত থাকবে গেইল-রাসেলরা’

দ্য রিপোর্ট ডেস্ক: ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতাতে প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির নবনিযুক্ত কোচ ফ্লয়েড রেইফার।

'ইউনিভার্স বস' গেইলের উপস্থিতি সবসময় অনুপ্রেরণা জোগায় এ কোচকে। গেইল ও রাসেলদের উপস্থিতি ক্যারিবিয়ানদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

রেইফার বলেন, গেইল ও রাসেল উভয়ই যথেষ্ট হার্ডহিটিং ক্রিকেটার। তারা খুব দ্রুতই দলের সঙ্গে মিশে যাবে এবং বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত থাকবে। ইউনিভার্স বস সর্বদা আমাকে অনুপ্রেরণা জোগায়।

শুধু গেইল কিংবা রাসেলই নন, উইন্ডিজদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা অধিনায়ক জেসন হোল্ডার, এভিন লুইস কিংবা কার্লোস ব্র্যাথওয়েটদের মতো ক্রিকেটাররাও অভিজ্ঞতার দিক থেকে বেশ এগিয়ে থাকছেন।

যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই তাদের যথেষ্ট কঠিন খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন ক্যারিবিয়ান কোচ। দলের অন্য সদস্যদের এই অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রেইফার বলেন, তারা সবাই অনেক হার্ডহিটিং খেলোয়াড়। ওরা ভালো খেলোয়াড়। শুধু ওদের সঙ্গে থাকতে হবে এবং যতটা সম্ভব শিখতে হবে।

বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কর্টরেল, ফ্যাবিয়ান অ্যালেন ও শ্যানন গ্যাব্রিয়েল।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর