thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ভ্যানচালক পরিচয়ে দু’জন বাসাটি ভাড়া নেয়

২০১৯ এপ্রিল ২৯ ১২:১০:১০
ভ্যানচালক পরিচয়ে দু’জন বাসাটি ভাড়া নেয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বসিলায় মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের ঘিরে রাখা টিনশেড বাড়িটি এক-দেড় মাস আগে ভাড়া নিয়েছিল দুব্যক্তি। তারাই ওই বাড়িতে অবস্থান করছিল। ভাড়া নেওয়ার সময় তারা কোনও কাগজ জমা দেয়নি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন বাড়ির কেয়ারটেকার সোহাগ।

তবে বাড়ির মালিক আব্দুল ওয়াহাব র‍্যাবকে জানিয়েছেন, সন্দেহভাজন দু'জন ভ্যানচালক পরিচয়ে বাসা বাড়া নিয়েছিল।

সোমবার (২৯ এপ্রিল) ঘটনাস্থল থেকে র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।

এর আগে, রবিবার (২৮ এপ্রিল) মধ্যরাতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘেরাও করে র‌্যাব-২। এরপর সকালে বাড়ির কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও পাশের মসজিদের ইমাম ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর