thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এফবিসিসিআই'র সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম

২০১৯ এপ্রিল ২৯ ২১:১৫:৩৬
এফবিসিসিআই'র সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম। তিনি ২০১৯-২১ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ।

চেম্বার গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-বাগেরহাট চেম্বারের হাসিনা নেওয়াজ, জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ও চুয়াডাঙ্গা চেম্বারের দীলিপ কুমার আগরওয়াল।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ ও টিন প্লেট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নিজাম উদ্দিন রাজেশ।

প্রত্যেকটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এ ফলাফল ঘোষণা করেন।

সোমবার ফেডারেশন ভবনে এ ফলাফল ঘোষণা পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এসময় এফবিসিসিআই-এর বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ নবনির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৯,২০১৯)

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর