thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৯ এপ্রিল ৩০ ১৩:০৪:৪৯
কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকায় দুটি জলদস্যু বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা জলদস্যু বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় কং নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দক্ষিণ ধুরুং শাহ আলম সিকদার পাড়ার ছৈয়দ আলমের ছেলে এরফান মাঝি (৩২) ও দক্ষিণ লেমশীখালী সামিরা পাড়ার এনামুলের ছেলে নুর হোসাইন (২৬)।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক, চারটি রাইফেলের গুলির খোসা ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ আলী আকবর ডেইল এলাকায় যায়। সেখানে বিলসংলগ্ন রাস্তার পাশে দুইজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে। পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ৪০ থেকে ৪৫ রাউন্ড হালকা ও ভারি অস্ত্রের গুলি ছোড়ে তারা। এতে পুলিশ সদস্য কং গুলিবিদ্ধ হন। আত্মরক্ষার্থে পুলিশও ৩৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, এরফান মাঝি উপকূলের ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতা, অস্ত্র ও মাদকের সাতটি মামলা আছে। নুর হোসাইন তার এরফানের সহযোগী। তার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর