thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

উত্তরায় এটিএম বুথে বোমা নয়, ওষুধের বক্স

২০১৯ মে ০১ ০৮:২৯:৫৮
উত্তরায় এটিএম বুথে বোমা নয়, ওষুধের বক্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় রাজউক কলেজের পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বস্তুটি দেখতে পেয়ে উত্তরা থানা পুলিশকে ফোন দেয় এটিএম বুথের নিরাপত্তাকর্মী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তুটি কোনো বোমা ছিল না বলে জানায় ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে উত্তরা থানার ডিউটি অফিসার এসআই তাজউদ্দিন গণমাধ্যমকে জানান, আতঙ্কের কিছু নেই। এটি কোনো বোম ছিল না।

তিনি আরও জানান, রক্তচাপ মাপার (প্রেসার মেশিন) যন্ত্রের ঘড়ি নিয়ে এরসঙ্গে তার পেঁচিয়ে সেটিকে ওষুধের বাক্সে বসিয়ে টেপ দিয়ে লাগানো হয়েছে। দেখতে একেবারে টাইম বোমের মতন।

এ বিষয়ে পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (ডিসি) নাবিদ কামাল বলেন, একটি ওষুধের বাক্সের মধ্যে ঘড়ির মতো টাইমার লাগানো ছিল। টাইমার দেখে বোমা সাদৃশ্য মনে হলেও বাক্সটি খুলে কিছু ওষুধ পাওয়া গেছে।

যে কেউ রসিকতা বা আতঙ্ক ছড়াতে এ কাজটি করেছে মন্তব্য করে তিনি বলেন, এমন কাজ একেবারেই অনুচিত। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ আহত হন।

এ ঘটনার পরই রাজধানীতে বোমা আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে বেশ সর্তক আইনশৃঙ্খলা বাহিনী।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর