thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘হামলা-মামলা করে সরকার টিকতে পারবে না’

২০১৩ নভেম্বর ০৯ ১৮:৪০:৫০
‘হামলা-মামলা করে সরকার টিকতে পারবে না’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার হামলা-মামলা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

এদিকে আইনজীবীদের গ্রেফতার ও বাসায় তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী গ্রেফতার হওয়া আইনজীবীদের মুক্তির দাবি জানিয়েছেন। পৃথক সংবাদ সম্মেলনে শনিবার দুপুরে তারা এসব কথা বলেন।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে দুপুর ১টায় এক সংবাদ সম্মেলন করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘অতীতেও কোনো স্বৈরাচারী সরকার জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান সরকারও তা পারবে না।’

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘সমঝোতার মাধ্যমে সংঘাতময় অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন। তা না হলে এর দায় আপনাকেই (শেখ হাসিনা) বহন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। একইসঙ্গে বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টায়ও লিপ্ত। কিন্তু সে আশা তাদের কোনো দিনই পূরণ হবে না। কারণ অতীতেও এ ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’

এদিকে দুপুর সোয়া ১টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করেন এজে মোহাম্মদ আলী। আইনজীবীদের গ্রেফতার ও বাসায় তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে গ্রেফতার হওয়া আইনজীবীদের মুক্তির দাবি জানান তিনি।

এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রীম কোর্টের আইনজীবীদের গ্রেফতার ও বাড়িঘরে তল্লাশি চালানোর প্রতিবাদে মিছিল বের করা হয়।

মিছিলটি সাড়ে ১২টায় শুরু হয়। আইনজীবী সমিতি ভবন থেকে শুরু করে মিছিলটি মাজার গেইট দিয়ে বের হয়ে সুপ্রীম কোর্টের প্রধান গেইট দিয়ে ঢুকে আবার সমিতি ভবনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন- সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এবিএম ওয়ালিউর রহমান, মো. শাহজাদা, জামিল আক্তার ইলাহী, এবিএম রফিকুল হক তালুকদার, সাইফুর রহমান, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, গাজী কামরুল ইসলাম স্বজল, মির্জা আল মাহমুদ, আরিফা জেসমিন, কামরুজ্জামান সেলিম প্রমুখ ।

(দিরিপোর্ট২৪/এআইপি/এনডিএস/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর