thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ১৯ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের এক বছরের কারাদণ্ড

২০১৯ মে ০১ ১৮:০৩:০৪
যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের এক বছরের কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক: জামিন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দোষীসাব্যস্ত করে ৫০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।

প্রায় সাত বছর আগে যুক্তরাজ্যের একটি আদালত থেকে জামিন নেওয়ার পর লন্ডনে একুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। বিচার এড়াতে সেখান থেকে তিনি আর বের হননি।

অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।

যার মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধসম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল। যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়।
গোপন নথি ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা চলছে।

একুয়েডর সরকার শুরুতে অ্যাসাঞ্জকে দৃঢ় সমর্থন করলেও নানা অভিযোগ তুলে গত মাসে লন্ডনের দূতাবাস থেকে তাকে বের করে দেয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর