thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

হায়দরাবাদ ছাড়ছেন ওয়ার্নার, বদলে যোগ দিচ্ছেন কে?

২০১৯ মে ০১ ১৯:২৮:৩২
হায়দরাবাদ ছাড়ছেন ওয়ার্নার, বদলে যোগ দিচ্ছেন কে?

দ্য রিপোর্ট ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ একে একে তাদের বড় তারকাদের হারাচ্ছে। জনি বেয়ারস্টো গেলেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। এবার দলের ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নারও ফিরছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতিতে যোগ দিতে।

যদি প্লে-অফে উঠতে পারে হায়দরাবাদ, তবে ওয়ার্নারের চলে যাওয়ায় বড় বিপদেই পড়বে দলটি। দুর্দান্ত ধারাবাহিকতায় হায়দরাবাদকে এগিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।

কিন্তু জাতীয় দলের প্রয়োজনে ওয়ার্নারকে দেশে ফিরে যেতেই হচ্ছে। তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে নেবে হায়দরাবাদ? ব্যাটিংয়ে নাকি বোলিংয়ে শক্তি বাড়াবে দলটি? এমন প্রশ্ন ঘুরছে সমর্থকদের মনে।

জানা গেছে, ওয়ার্নারের স্থলাভিষিক্ত হিসেবে উঠে এসেছে দুটি নাম-নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল আর অস্ট্রেলিয়ার পেসার বিলি স্ট্যানলেকে।

টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরিসহ ৩৩ গড় আর ১২৮.৫৩ স্ট্রাইকরেটে রান আছে গাপটিলের। মারকুটে ব্যাটিংয়ের জন্য নামও আছে। তবে আইপিএলে ততটা উজ্জ্বল নন কিউই এই ব্যাটসম্যান। ১৩০ স্ট্রাইকরেট হলেও গড় মাত্র ২১, দশ ম্যাচে ফিফটি আছে মাত্র একটি।

তাই হায়দরাবাদ ব্যাটিং শক্তি না বাড়িয়ে বোলিং শক্তি বাড়ানোর কথাও চিন্তা করতে পারে। সেক্ষেত্রে ওয়ার্নারের জায়গায় চলে আসতে পারেন তারই স্বদেশি স্ট্যানলেকে। দীর্ঘদেহী এই পেসার গত বছর হায়দরাবাদে চারটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনটিতেই জিতেছে দল। তাই তার কথাও জোর দিয়ে ভাবছে হায়দরাবাদ টিম ম্যানেজম্যান্ট।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর