thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

বিভেদ ঠেকাতেই শপথ মেনে নিয়েছে বিএনপি: আলাল

২০১৯ মে ০১ ২১:২২:১০
বিভেদ ঠেকাতেই শপথ মেনে নিয়েছে বিএনপি: আলাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলে বড় ধরনের বিভেদ ঠেকাতেই বিএনপির বিজয়ী প্রার্থীদের শপথ দলীয়ভাবে মেনে নেয়া হয়েছে বলে মনে করেন দলের যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি জানান, প্রার্থীদেরও ইচ্ছে ছিল শপথ নেয়ার।

গত কয়েকদিনে দেশের রাজনীতির চিত্রপট অনেকটাই পাল্টে গেল। শপথ না নেয়ার ঘোর বিরোধী অবস্থানে থাকা বিএনপির ৫ এমপি শপথ নিয়েছেন। প্রথমে শপথ নেয়া জাহিদুর রহমানকে বহিষ্কার করা হলেও পরের ৪ জনের শপথকে বলা হলো দলীয় সিদ্ধান্ত। আর একে চমক আর রাজনীতির ইউটার্ন বলেছেন খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে মহাসচিব নিজে শপথ না নেয়ার রহস্য থেকেই গেল। তার আসন বগুড়া-৬ এরইমধ্যে শূন্যও ঘোষণা করা হয়েছে।

এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি মনে করেন, বিএনপি’র বিজয়ীরা শপথ নিলেও সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবেই। মোয়াজ্জেম হোসেন আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই সব উত্তর পাওয়া যাবে।


(দ্য রিপোর্ট/একেএমএম/মে ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর