thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মহাখালীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

২০১৯ মে ০২ ০৯:৫১:১০
মহাখালীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

দ্য রি‌পোর্ট প্র‌তি‌বেদক : রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় প্যারামেডিকেলের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শিমুল সূত্রধর (২০)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সুত্রধরের ছেলে। থাকতেন ঢাকার মিরপুর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিমুলের মামা রিন্টু জানান, মহাখালী রেলগেট দিয়ে হাঁটার সময় কমলাপুরগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিমুল। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়।

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় শিমুলকে মৃত ঘোষণা করেন।

শিমুল প্যারামেডিকেলে তিন মাসের একটি কোর্স করার পাশাপাশি ফার্মগেট এলাকায় কোচিং করতেন বলে জানান তিনি।

(দ্য রি‌পোর্ট/এন‌টি/মে ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর