thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মধ্যরাতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

২০১৯ মে ০৪ ২৩:৪১:১৫
মধ্যরাতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। মধ্যরাতে সাংবাদিকদের ডেকে নব্বই ঊর্ধ্ব এরশাদ যখন কথা বলছিলেন তখন একটু সামনে থেকে তার কথাও শোনা যাচ্ছিল না । পরে সাংবাদিকদের অনুরোধে শব্দ করে লিখিত বক্তব্য পড়েন তিনি। তাও শেষ করতে পারছিলেন। তখন পাশ জিএম কাদের লিখিত বক্তব্যের বাকি অংশ পড়ে শোনান।

শনিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকার বারিধারায় নিজের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এরশাদ বলেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়ত্ব তার ছোট ভাই জিএম কাদের পালন করবেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। সে কারণে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/টিআইএম/০৪ মে,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর